WelcomeWiki Travels

আমরা বিশ্বাস করি জীবন মানে কেরিয়ারের ঘুর্নিপাকে শুধু একঘেয়ে ঘুরপাক খাওয়া নয়।চেনা গন্ডির বাইরেও যেঁ এক অচেনা জগৎ আছে তা খুঁজে বার করা আর হেঁটে হেঁটে দেখা । এভাবেই তো ছোটবেলায় নতুন নতুন রাস্তা চিনেছি । এই ঘুরঘুর বাতিকের জন্য সব্বাই বলত “কাজ আর কি সারাদিন টোটো কোম্পানির ম্যানেজারি করা”।বড় বয়েসে এসে অবশ্য কাজও করি আবার নতুন ভাবে এই পৃথিবীকে চেনার চেষ্টাও করি।মন কখনো উড়াল দেয় পরিযায়ীদের সাথে কখনো বা ঘাপটি মেরে বসে থাকে নির্জন পাহাড় কোলে। বেড়ানো মানে তো শুধুই যাওয়া নয় নতুন নতুন মানুষদের সঙ্গে আলাপও বটে।ওদের নাচ গানের সাথে কোথায় যেন মিল খুঁজে পাই নিজের জীবনের সুরগুলোর সাথে।কতকিছু জানা কতকিছু শেখা যা কোনোদিন কোন বইয়ে পাওয়া যাবেনা। সেই অচেনা জায়গা বা মানুষগুলোর গল্প নানান জায়গায় বলেছি বারবার।
হঠাৎ একদিন মনে হল এই গল্প শুধু আমার কাছেই সংরক্ষিত থাকবে কেন।এতে তো সকলেরই অধিকার।তাই এমন একটা আড্ডার ঠেক চাই যেখানে আমি আপনি সকলেই আমাদের অভিজ্ঞতাগুলো ভাগ করে নেব।সেই ভাবনা থেকেই আমাদের এই নতুন পৃথিবী WIKI TRAVELS. ভ্রমন বৃত্তান্ত শোনানোর জন্য এখন অনেক ব্লগ আছে কিন্তু আমাদের মনে হয় আমরা বোধহয় ওদের থেকে একটু আলাদা।ট্রাভেলিং আমাদের পেশাও নয় ব্যবসাও নয়। ভিন্ন ভিন্ন পেশার মানুষ যারা তাঁদের নির্দিস্ট কাজের ফাঁকে এক বুক বিশুদ্ধ অক্সিজেনের জন্য বেড়িয়ে পরেন পায়ে পায়ে,এখানে ওখানে ,ভিন রাজ্যে কিংবা দেশ পেড়িয়ে তাঁরা এসে অন্য গল্প বলবেন এখানে। দেশ বেড়িয়ে এসে সে গল্প বলাই আমাদের নেশা। সেই নেশা যদি আপনারও থাকে তবে আমাদের এই সবুজ পাতায় আপনিও স্বাগত ।

Recentঅচিন দেশে

Find Ourচল যাই

বেড়িয়ে পরার আগে প্রথমেই প্রশ্ন আসে যেতে পারি কিন্তু কোথায় যাবো ।আরো দূরে নাকি কাছাকাছি কথাও । হাটি হাটি পা পা নাকি হুস করে বিদেশ যাওয়া ।দিমাগ ফুল কনফিউসড ।কনফিউসন কাটিয়ে একবার দেখে নেওয়া চেনা অচেনা জায়গাগুলো কে আর তারপরই " চলো Let’s Go ".

Find out more

Upcomingযাচ্ছি কোথায়

Script2 Image

Most Recentবেড়ানোর গপ্পো

  1. সান্দাকফু অভিযান –“গৈরিবাসে গৌড়বাসী”

    ভোরের স্বপ্ন ভাঙে আরেক স্বপ্নরাজ্যে। বাইরে তখন বৃক্ষে বৃক্ষে, জলে স্থলে অন্তরীক্ষে কাঁচা সোনার মতো সূর্যালোক,সামনে মাথা উঁচু করে দাঁড়ানো ঘন সবুজ পাহাড়, সেখান থেকে মেঘপরীরা উড়ে এসে চকিত চুমুতে ভিজিয়ে যায় আপনার গাল, ঠোঁট ।

    আরও জানুন
  2. কাজিরাঙ্গার মা ও ছা

    কাজিরাঙ্গার জঙ্গল। পিঠের ওপরে দুপেয়ে অতিথিদের চাপিয়ে নিয়ে চলতে থাকে রুক্মিণী। পেছন পেছন জয়ও চলে মায়ের আঁচল ধরে.... ওহো! আঁচল তো নয়! ওটা তো লেজ।.. নিজের ছোট্ট শুঁড়টা দিয়ে বার বার মায়ের লেজ আঁকড়ে ধরে জয়।

    আরও জানুন
  3. ইয়েলাগিরি আর ডিসেম্বর এক বিচিত্র অভিজ্ঞতা

    তামিলনাড়ু 'র সবচেয়ে সুন্দরী হিল স্টেশন ইয়েলাগিরি।২০০৫ এ যখন প্রথম এলাগিড়ি তে পা রাখি মুগ্ধ হয়ে গেছিলাম,চেন্নাই এর এত কাছে তবু ট্যুরিজম সেভাবে গড়ে ওঠেনি।।পাহাড়ের মোড়ে মোড়ে অসম্ভব সুন্দর ভিউপয়েন্ট

    আরও জানুন
Scriptimage
ads

Weekly Competition সপ্তাহের ছবি

Participate Now
LeftImage RightImage
Brush

আপনার মতামতের জন্য ধন্যবাদ