আপনার ভাষা নির্বাচন করুন
কোয়েল নদীর ধারে অসাধারণ এক থাকার জায়গা।কেঁচকি বা বেতলা থেকে প্রায় দেড় ঘন্টা দূরে প্রকৃতি র স্বর্গ রাজ্য মন্ডল।।পাহাড়ের বুক চিরে বয়ে চলা কোয়েল যেন মনে দোলা দিয়ে যায়।।
বিস্তারিত দেখুনএকটি ঘন্টা শুধু দিগন্তরেখা র সাথে লুকোচুরি।। অবশেষে মাজুলি তে প্রবেশ।। চারিদিকে অদ্ভুত সবুজ, মাজুলি তে আসতেই স্বাগতম জানিয়ে গেলেন প্রায় তিন রকমের দুষ্প্রাপ্য কিংফিশার
বিস্তারিত দেখুনফুটবল গ্রাউন্ড পেরিয়ে গাড়ি থামল এক প্রাইমারি স্কুলের সামনে, সেখানেও আজ প্রেয়ারের দিন।।। এক ফাদার এসে আমাদের জানালেন একটু অপেক্ষা করুন গাইডের ব্যবস্থা করছি।।।
বিস্তারিত দেখুনএখান থেকেই দেখা যায় অহলদারার মূল আকর্ষণ Tagore Mountain।এই পাহাড়টা দেখতে অবিকল রবীন্দ্রনাথ ঠাকুরের মত।তাই এই পাহাড়ের এমন নামকরণ হয়েছে।এছাড়াও পাখিদের স্বর্গরাজ্য লাটপাঞ্চার পাহাড়।
বিস্তারিত দেখুনযারা একটু নির্জনতা পছন্দ করেন,যারা একান্ত নিজেদের সঙ্গে কথা বলতে বলতে হাঁটতে চান শান্ত সমুদ্রের বেলভূমি ধরে,চান লাল কাঁকড়াদের সাথে খুনসুটি করতে করতে সমুদ্র স্নান।
বিস্তারিত দেখুননদীর এপারটা কেওনঝড় ওপারটা ময়ূরভঞ্জ ।কাঠের সেতু দিয়ে বৈতরণী পেড়িয়ে পৌছেগেলাম ময়ূরভঞ্জের দিকের বৈতরনীতে। উপর থেকে একটা জলধারা নেমে এসে নিচে কুন্ডতে পড়ছে এবং সেখান থেকে পুনরায় জলপ্রপাত তৈরি করছে।
বিস্তারিত দেখুনবেড়িয়ে পরার আগে প্রথমেই প্রশ্ন আসে যেতে পারি কিন্তু কোথায় যাবো ।আরো দূরে নাকি কাছাকাছি কথাও । হাটি হাটি পা পা নাকি হুস করে বিদেশ যাওয়া ।দিমাগ ফুল কনফিউসড ।কনফিউসন কাটিয়ে একবার দেখে নেওয়া চেনা অচেনা জায়গাগুলো কে আর তারপরই " চলো Let’s Go ".
Find out moreসেই কবে শঙ্করের সাথে চাঁদের পাহাড়ে যাওয়া।মিশরের পিরামিড থেকে গ্রীসের মাউন্ট অলিম্পাস কিম্বা ভেনিসের জলে ভাসতে ভাসতে ব্যারিটোন ভয়েসে গাওয়া আমরি মিও দোভে স্তাই তু . . দেশ পেড়িয়ে অন্য দেশে স্বপ্নের হাতছানি।
বিস্তারিত দেখুনচেনা জায়গার বাইরে সহসাই খুঁজে পাওয়া এক নতুন জায়গা । প্রচারের আলো এখনও সেভাবে পড়েনি কিম্বা গড়ে ওঠেনি বিলাসবহুল পর্যটন । চেনা রুটের বাইরে অন্য এক অন্য রুট যেখানে পায়ে পায়ে লুকিয়ে থাকে অজানা বিস্ময় ।
বিস্তারিত দেখুনদিন চার পাঁচের ছুটি । ল্যাদ খাওয়া জীবনে হঠাৎ কেউ যেন বাঁশি বাজিয়ে গেল।দুরে কোথাও তো যাওয়া যাবেনা আবার বাড়িতে থাকেতেও মন চাইছে না। অতয়েব চলো যাই এদিকে ওদিকে । রাজ্যেরই মধ্যে না দেখা হৃদয়পুরে ।
বিস্তারিত দেখুননানা ভাষা নানা লোক নানা পরিধান ।পাহাড়, ঝর্না, সমুদ্র আর রাজকাহিনীতে ঠাঁসা এই ভারতবর্ষ ।সবাই আলাদা কিন্তু কোথাও যেন এক অদৃশ্য সুতোয় বাঁধা । ভিনরাজ্যে বেড়ানো মানেই সেই বিনি সুতোর সম্পর্ক কে খোঁজা ।
বিস্তারিত দেখুনসকালে গিয়েই বিকেলে ফেরা আবার ইচ্ছে হলেই দু তিন রাত অনায়াসে কাটিয়ে দেওয়া ।আগে থেকে হিসেবী পরিকল্পনা নয় ।একা কিম্বা দোকা , নির্জনে কিম্বা হুল্লোড়ে মনখারাপ হলেই হঠাৎ করেই দিকশূন্যপারে পাড়ি দেওয়া ।
বিস্তারিত দেখুন(Punjab)
(Leh,)
(Kisima,Nagaland)
ভোরের স্বপ্ন ভাঙে আরেক স্বপ্নরাজ্যে। বাইরে তখন বৃক্ষে বৃক্ষে, জলে স্থলে অন্তরীক্ষে কাঁচা সোনার মতো সূর্যালোক,সামনে মাথা উঁচু করে দাঁড়ানো ঘন সবুজ পাহাড়, সেখান থেকে মেঘপরীরা উড়ে এসে চকিত চুমুতে ভিজিয়ে যায় আপনার গাল, ঠোঁট ।
আরও জানুনকাজিরাঙ্গার জঙ্গল। পিঠের ওপরে দুপেয়ে অতিথিদের চাপিয়ে নিয়ে চলতে থাকে রুক্মিণী। পেছন পেছন জয়ও চলে মায়ের আঁচল ধরে.... ওহো! আঁচল তো নয়! ওটা তো লেজ।.. নিজের ছোট্ট শুঁড়টা দিয়ে বার বার মায়ের লেজ আঁকড়ে ধরে জয়।
আরও জানুনতামিলনাড়ু 'র সবচেয়ে সুন্দরী হিল স্টেশন ইয়েলাগিরি।২০০৫ এ যখন প্রথম এলাগিড়ি তে পা রাখি মুগ্ধ হয়ে গেছিলাম,চেন্নাই এর এত কাছে তবু ট্যুরিজম সেভাবে গড়ে ওঠেনি।।পাহাড়ের মোড়ে মোড়ে অসম্ভব সুন্দর ভিউপয়েন্ট
আরও জানুন