বেড়ানোর গপ্পো

সান্দাকফু অভিযান –“গৈরিবাসে গৌড়বাসী”

ভোরের স্বপ্ন ভাঙে আরেক স্বপ্নরাজ্যে। বাইরে তখন বৃক্ষে বৃক্ষে, জলে স্থলে অন্তরীক্ষে কাঁচা সোনার মতো সূর্যালোক,সামনে মাথা উঁচু করে দাঁড়ানো ঘন সবুজ পাহাড়, সেখান থেকে মেঘপরীরা উড়ে এসে চকিত চুমুতে ভিজিয়ে যায় আপনার গাল, ঠোঁট ।

আরও জানুন

কাজিরাঙ্গার মা ও ছা

কাজিরাঙ্গার জঙ্গল। পিঠের ওপরে দুপেয়ে অতিথিদের চাপিয়ে নিয়ে চলতে থাকে রুক্মিণী। পেছন পেছন জয়ও চলে মায়ের আঁচল ধরে.... ওহো! আঁচল তো নয়! ওটা তো লেজ।.. নিজের ছোট্ট শুঁড়টা দিয়ে বার বার মায়ের লেজ আঁকড়ে ধরে জয়।

আরও জানুন

ইয়েলাগিরি আর ডিসেম্বর এক বিচিত্র অভিজ্ঞতা

তামিলনাড়ু 'র সবচেয়ে সুন্দরী হিল স্টেশন ইয়েলাগিরি।২০০৫ এ যখন প্রথম এলাগিড়ি তে পা রাখি মুগ্ধ হয়ে গেছিলাম,চেন্নাই এর এত কাছে তবু ট্যুরিজম সেভাবে গড়ে ওঠেনি।।পাহাড়ের মোড়ে মোড়ে অসম্ভব সুন্দর ভিউপয়েন্ট

আরও জানুন

ঘরকুনোর প্রকৃতি প্রেম

জঙ্গলে বিচিত্র সব জন্তু জানোয়ারের অদ্ভুত কোরাস আর জলপ্রপাতের শব্দ। সেসব ভেদ করে নিজের ধুকপুকানির শব্দটা প্রথম আমার কানে এলো।দোল পূর্নিমার রাতের আকাশ যেন উজাড় করা চন্দ্রালোকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে গভীর জঙ্গলকে।

আরও জানুন

সিরিং ভাই আর ইয়েতি

নদী পেরিয়েই জঙ্গলের ভেতর বড় পাইন গাছের পাসে আবছা ছায়ার মত 'কিছু একটা' দাঁড়িয়ে আছে। বিরাট মানুষের মত চেহারা। লম্বায় প্রায় ফুট বিশেক হবে। মাথাটা ঈষৎ চাপা। চওড়া বুকের ছাতি একটা হাত দিয়ে গাছটাকে ধরে দাঁড়িয়ে আছে।এই তাহলে ‘ইয়েতি’!

আরও জানুন
Brush

আপনার মতামতের জন্য ধন্যবাদ