পাখিদের স্বর্গরাজ্য অহলদারা


NGP থেকে 50 km দূরত্ব ও সমতল থেকে 4500 fit উচ্চতায় অবস্থিত দার্জিলিং এর এক অখ্যাত পাহাড়ী গ্রাম হল-অহলদারা।যারা দার্জিলিং এর কোলাহল পছন্দ করেননা তাদের জন্য প্রজাপতিদের চারণ ভূমি, বাড়ি বাড়ি অর্কিড ও ফুলেদের বাসস্থান এসব নিয়ে এই পাহাড়ী গ্রামে নির্জন অজ্ঞাত বাস যাপন করতেই পারেন।
অহলদারা আসার জন্য অনেক গুলো রাস্তা আছে NGP থেকে গাড়ি রিজার্ভ করে আসতে হবে। আসার পথ অনুসরণ গুলো শিবখোলা,কারশিয়াং,লাটপাঞ্চার এবং বিড়িক মোড় দিয়ে সিটং হয়ে আসা যায়।তবে সিনিক বিউটি এবং রোড কন্ডিশানের দিক থেকে সিটং হয়ে আসা টাই সব থেকে ভালো।এই অহলদারা পাহাড়ে থাকার জন্য অল্প কিছু হোম স্টে আছে।আর আছে টেন্টে থাকার ব্যবস্থা।নিজেরাও টেন্ট নিয়ে গিয়ে থাকতে পারেন।এখানে সকাল হলেই আপনাকে ঘুম ভাঙাবে লালচে আলোয় মোড়া কাঞ্চনজঙ্ঘা,এখান থেকেই দেখতে পাবেন নীল পাহাড়ী নদী তিস্তাকে।আর পাহাড়ের গায়ে সবুজ কার্পেট এর মত চা বাগানের শোভা। সন্ধ্যা নামলে নীচের পাহাড়গুলোর ঘরবাড়ির আলো যেন জোনাকির মতো জ্বলতে থাকে।
‌এখান থেকেই দেখা যায় অহলদারার মূল আকর্ষণ Tagore Mountain।এই পাহাড়টা দেখতে অবিকল রবীন্দ্রনাথ ঠাকুরের মত।তাই এই পাহাড়ের এমন নামকরণ হয়েছে।এছাড়াও পাখিদের স্বর্গরাজ্য লাটপাঞ্চার পাহাড়।এটা এখানের আরেকটি প্রধান আকর্ষণ কারণ এই লাটপাঞ্চার ই (NGP থেকে 48 k.m) Birds Watchers দের জন্যও স্বর্গ রাজ্য।এখানে 240 রকমের পাখি আছে এবং 36 রকমের বণ্য জন্তুর আছে।ভাগ্য ভালো থাকলে এই সব জন্তুর আপনি কাছ থেকে দেখতে পাবেন। পৃথিবীর অন্য তম পক্ষী পর্যটন কেন্দ্র গুলির মধ্যে এটা অন্যতম।তাই সারাবছর বহু বিদেশি Birds Watchers রা এখানে আসেন। এখানে এত প্রজাতির পাখি ও তাদের কলকাকলিতে ভরে থাকে তা আপনি না দেখালে উপলব্ধি করতে পারবেনা না। আপনি পাবেন Rufous Necked Hornbill, Golden Fronnedted Leaf Bird, Himalayan Vulture. এবং The famous Himalayan Hornbill বা বিখ্যাত ধনেশ পাখি। এছাড়াও আরো নানা প্রজাতির পাখি দের কাছ থেকে দেখার সুবর্ণ সুযোগ।
প্রসঙ্গত উল্লেখ্য এই পাখি দেখার জন্য আপনি অবশ্যই লোকাল গাইড নেবেন মোটামুটি ৫০০ টাকা নেয়, তারা আপনাকে কোথা থেকে ভালো পাখি দেখা যাবে সেখানে আপনাকে নিয়ে যাবে। এবং ওদের কাছে বিভিন্ন সাউন্ড সিস্টেম থাকে যা থেকে শব্দ করে পাখিদের কাছে আনা যায়।এর পাশেই আছে পুকরী লেক এখানে পাখি সহ বণ্য জন্তুরা জল খেতে আসে।

পাহাড়ী হোম স্টে এবং বাড়ি গুলো সুন্দর অর্কিড ও ফুলের গাছে সাজানো যা আপনাকে নিয়ে যাবে কোলাহল মুক্ত প্রকৃতি কোলে লুকিয়ে থাকা ফুল পাখি পাহাড় ঘেরা এক অজানা রাজ্যে!

কিভাবে যাবেন – শিয়ালদহ থেকে ট্রেনে NGP নেমে ওখান থেকে গাড়ি বুক করতে হবে অহলদরা যাবার জন্য গাড়ি 3000-3500/- মতো নেবে।

কোথায় থাকবেন- এখানে অল্প কিছু Home Stay আছে যেখান থাকা খাওয়া নিয়ে ১২০০-১৫০০ টাকা নেয় জনপ্রতি/দিন। সিজেনে রেট পরিবর্তন হয়।

শেয়ার করুন
Brush

আপনার মতামতের জন্য ধন্যবাদ