Leikul এর ডায়েরী


Lumding থেকে Haflong এর পথে ১৮ কিমি আগেই বেশ চড়াই রাস্তা বেয়ে লেইকুল।। সাজানো, সুন্দর এক গ্রাম।।। বেশ স্টিপ রাস্তা ধরে যত উঠেছি ভ্যালি ভিউ যেন মন কেড়ে নিয়েছে, প্রায় ৫ কিমি ওঠার পরে পৌছে গেলাম এক ফুটবল গ্রাউন্ড এর কাছে।।। ফুটবল অন্ত প্রান এক মানুষের কাছে গোল পোস্ট দেখলে মন আন ছান করবেই।।।

যদিও আজ রবিবার তাই সবার Church এ যাওয়ার দিন ফলে ফুটবলের অপশন নেই।।। ফুটবল গ্রাউন্ড পেরিয়ে গাড়ি থামল এক প্রাইমারি স্কুলের সামনে, সেখানেও আজ প্রেয়ারের দিন।।। এক ফাদার এসে আমাদের জানালেন একটু অপেক্ষা করুন গাইডের ব্যবস্থা করছি।।। লেইকুল এ সবে ইকো ট্যুরিজম শুরু হয়েছে, প্রায় দশ টি হোম স্টে।। লুনা তাদের হেড, উনি সরপঞ্চ ও।। ফাদার আমাদের গাইড “থান্ডার ” এর সাথে পরিচয় করিয়ে দিলেন।।।

লেইকুল থেকে দুটো ট্রেকিং রুট একটা ৭ কিমি আরেকটা ২ কিমি।। ৭ কিমি ট্রেক এ হিল টপ থেকে মনিপুর,নাগাল্যান্ড সহ বেশ কিছু North East এর পাহাড় দেখা যায় আর দু কিমি তে লেইকুল ফলস।।মোট তিনটে।। একটু জল নিয়ে শুরু হল ট্রেকিং।। ভীষণ বিপদজনক সেই পথ তার উপর আগের রাতে বৃষ্টি তে পথ আর ও নষ্ট হয়েছে।।। কিন্তু বিপদেই যেন এক ফিলিংস।। ঝরনা র আওয়াজ কান এ আসতেই এক লহমায় সব ক্লান্তি ধুয়ে মুছে সাফ।।

কি মায়াময় পরিবেশ সেই জলপ্রপাত এর।।বেশ কিছুক্ষণ কাটিয়ে ফিরে হয়ত এলাম কিন্তু ফেলে এলাম একরাশ দীর্ঘ নিশ্বাস।। সাত কিমি ট্রেক এবারের মত হল না।। কিন্তু লেইকুল গ্রামের আন্তরিকতা য় আমি মুগ্ধ।। লুনা আমাদের ঘরে ডেকে চা সহ বেশ কিছু জল খাবারের আয়োজন করেছিলেন।।অতিথি দের বসার ঘরটাও বেশ, কাঠের আসবাব সব।।।পিছনে বড় বড় জানালা।। লুনা র সাথে ঘুরে সব হোম স্টে গুলি দেখলাম।।।আপাতত ঘর গুলি ৫০০ টাকা ভাড়া।।খাওয়া দাওয়া নন ভেজ ২০০ টাকা থেকে শুরু।।।এই ঘরে ফিরলাম, সেই ভোরে বেরিয়ে কিন্তু এত টুকু ক্লান্তি গ্রাস করেনি, বুঝলাম ক্লান্তি মনের শরীরের হয় না।।লেইকুল আমায় পাগল করে দিয়েছে।।।

-সঞ্জয় গোস্বামী-

শেয়ার করুন
Brush

আপনার মতামতের জন্য ধন্যবাদ