অচিন দেশে

https://wikitravels.in/wp-content/uploads/2019/07/listing-img6.jpg

কেঁচকি

কোয়েল নদীর ধারে অসাধারণ এক থাকার জায়গা।কেঁচকি বা বেতলা থেকে প্রায় দেড় ঘন্টা দূরে প্রকৃতি র স্বর্গ রাজ্য মন্ডল।।পাহাড়ের বুক চিরে বয়ে চলা কোয়েল যেন মনে দোলা দিয়ে যায়।।

বিস্তারিত দেখুন
https://wikitravels.in/wp-content/uploads/2019/07/rsz_majuli2.jpg

ম্যাজিকাল মাজুলি

একটি ঘন্টা শুধু দিগন্তরেখা র সাথে লুকোচুরি।। অবশেষে মাজুলি তে প্রবেশ।। চারিদিকে অদ্ভুত সবুজ, মাজুলি তে আসতেই স্বাগতম জানিয়ে গেলেন প্রায় তিন রকমের দুষ্প্রাপ্য কিংফিশার

বিস্তারিত দেখুন
https://wikitravels.in/wp-content/uploads/2019/07/rsz_haflong-8665_3_-_copy.jpg

Leikul এর ডায়েরী

ফুটবল গ্রাউন্ড পেরিয়ে গাড়ি থামল এক প্রাইমারি স্কুলের সামনে, সেখানেও আজ প্রেয়ারের দিন।।। এক ফাদার এসে আমাদের জানালেন একটু অপেক্ষা করুন গাইডের ব্যবস্থা করছি।।।

বিস্তারিত দেখুন
https://wikitravels.in/wp-content/uploads/2019/07/rsz_ahaldara_-_copy.jpg

পাখিদের স্বর্গরাজ্য অহলদারা

এখান থেকেই দেখা যায় অহলদারার মূল আকর্ষণ Tagore Mountain।এই পাহাড়টা দেখতে অবিকল রবীন্দ্রনাথ ঠাকুরের মত।তাই এই পাহাড়ের এমন নামকরণ হয়েছে।এছাড়াও পাখিদের স্বর্গরাজ্য লাটপাঞ্চার পাহাড়।

বিস্তারিত দেখুন
https://wikitravels.in/wp-content/uploads/2019/07/rsz_digha-fish-tourism_-_copy.jpg

বগুড়ান:একটি অজানা বেলাভূমির নাম

যারা একটু নির্জনতা পছন্দ করেন,যারা একান্ত নিজেদের সঙ্গে কথা বলতে বলতে হাঁটতে চান শান্ত সমুদ্রের বেলভূমি ধরে,চান লাল কাঁকড়াদের সাথে খুনসুটি করতে করতে সমুদ্র স্নান।

বিস্তারিত দেখুন
https://wikitravels.in/wp-content/uploads/2019/07/rsz_keonjhar2.jpg

প্রকৃতির আশীর্বাদ কেওনঝড়

নদীর এপারটা কেওনঝড় ওপারটা ময়ূরভঞ্জ ।কাঠের সেতু দিয়ে বৈতরণী পেড়িয়ে পৌছেগেলাম ময়ূরভঞ্জের দিকের বৈতরনীতে। উপর থেকে একটা জলধারা নেমে এসে নিচে কুন্ডতে পড়ছে এবং সেখান থেকে পুনরায় জলপ্রপাত তৈরি করছে।

বিস্তারিত দেখুন
Brush

আপনার মতামতের জন্য ধন্যবাদ