আপনার ভাষা নির্বাচন করুন
চেনা জায়গার বাইরে সহসাই খুঁজে পাওয়া এক নতুন জায়গা । প্রচারের আলো এখনও সেভাবে পড়েনি কিম্বা গড়ে ওঠেনি বিলাসবহুল পর্যটন । চেনা রুটের বাইরে অন্য এক অন্য রুট যেখানে পায়ে পায়ে লুকিয়ে থাকে অজানা বিস্ময় ।
জঙ্গলের বুক চিড়ে চলেছে আন্দামান ট্রাঙ্ক রোড। দক্ষিণ আন্দামান থেকে মধ্য হয়ে উত্তর আন্দামানের সংযোগকারী এই রাস্তা। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হালকা পাহাড়ি পাকদন্ডী পথ। পথের পাশে বার চারেক সাক্ষাৎ হল জারোয়াদের সাথে।এই জঙ্গলে নামা বা জারোয়াদের ছবি তোলা কঠোর...
বিস্তারিত দেখুনসেখান থেকে দেখা যায় প্রায় সাড়ে 23 হাজার ফিট উঁচু চিরতুষারাবৃত চৌখাম্বা পর্বত শিখর গ্রিক দেবতা জিউসের মত তার সুনীল স্বর্গের রাজ্য থেকে খির্সু গ্রামকে অবলোকন করছেন। বিকালে আসা হল বনদপ্তরের বাগানে আপেল, নাশপাতি, খুবানি, কাফল ,তুর, বার্চ ,দেওদার প্রভৃতি...
বিস্তারিত দেখুনপাহাড়ের একটা অসমাপ্ত ম্যাজিক আছে। এ ম্যাজিক কোনোদিন শেষ হয়না। শেষ হবার নয়! ম্যাজিশিয়ান যেন মঞ্চের উপর টুপি খুলে শেষ অভিবাদনের ভঙ্গিতে দাঁড়িয়ে অথচ হাততালি পড়ছেনা এখনো, পর্দা টানা হয়নি, আরো কি যেন বাকি, দর্শকেরা তাই আরো একটু রুদ্ধশ্বাস অপেক্ষায়...
বিস্তারিত দেখুনএকমাত্র এই পাহাড়েই নাকি আখরোট গাছ পাওয়া যায়। একটা সময় এখানে শুধুই লেপচাদের বসবাস ছিল। এই নাম তাদেরই দেওয়া।
বিস্তারিত দেখুনপ্রায় ৭০ ফুট উঁচু থেকে মহেন্দ্র তনয়া নদীর সফেদ জলরাশি পাথরে সশব্দে আছড়ে পড়ছে, সেখান থেকে তৈরি জলবিন্দুগুলো একটা কুয়াশার মতো আস্তরন তৈরী করছে। কিছু ছেলেরা ঝর্ণার জলে স্নান করছে। ওড়িশা পর্যটন দপ্তর জায়গাটিকে পার্কের আদলে সাজিয়ে তুলেছে।
বিস্তারিত দেখুন