বাঁকুড়া বিষ্ণুপুরের জয়পুর জঙ্গল – প্রকৃতির মাঝে অজ্ঞাতবাস।


বাঁকুড়া বিষ্ণুপুর থেকে মাত্র ১৪ কিমি দূরে অবস্থিত,যারা জঙ্গল ভালবাসেন তাদের কাছে জয়পুর জঙ্গল হতেই পারে নৈসর্গিকতার আবাসস্থল।
বিষ্ণুপুর এমনিতেই মন্দির নগরী এবং সংগীতে শ্রীক্ষেত্র।তার পাশ দিয়ে কালো পিচের রাস্তার দুধারে সারি দিয়ে দাঁড়িয়ে কুসুম, শিমূল,সেগুন,শাল, মহুয়া।এক অপার্থিব সবুজ আবিরে ঢাকা এই জঙ্গল।

এই রাস্তা হাতিচলাচলের করিডর।দেখা মিলতে পারে তাদের সঙ্গে তারা জঙ্গলে আপনাকে স্বাগতম জানাতেই পারে। কালো পিচের রাস্তার পাশদিয়ে লাল কাঁকড়ে মোরাম রাস্তা গুলো চলে গেছে জঙ্গলের মাঝে।

জঙ্গলের মাঝে আপনার সাথে দেখা হয়ে যাবে স্থানীয় আবাসিক হরিণ,হাতি,বন শূয়ার, ময়ূর,শিয়াল আর অনেকের সাথে।সাথে দেখতে পাবেন সাঁওতাল রমনীরা বনে কাঠ সংগ্রহ করতে এসেছে বা পশু চরাতে ওদের সাথে সখ্যতা গড়ে ওদের আনা খাবার দিয়ে বনভোজন করে জঙ্গলে অনেক গভীরে ঢুকতেই পারেন জঙ্গলে অদেখা পৃথিবীর অন্দরমহলে। ওরাই হতে পারে আপনার গাইড।কারণ অচেনা জঙ্গলে গাইড ছাড়া ঢোকা বিপদ হতে পারে।

জঙ্গলের মাঝে আছে ফরেষ্ট রেঞ্জ অফিস পাশদিয়ে লাল কাঁকড়ের রাস্তা এবং নালা পার হলেই ওয়াচ টাওয়ার। কিছু দূর গেলেই বনলতা রিসট। বহুদিনের পুরানো রানওয়ে। জঙ্গলের মধ্যে আছে স্থানীয় মানুষের ছোট ছোট গ্রাম গুলো যাদের সরল জীবনযাপন আপনাকে থমকে দেবে মাঝে মাঝে। আমাদের খুব কাছে ই জয়পুর জঙ্গল সবুজ আবিরে মাখা এক পৃথিবী হয়ে দাঁড়িয়ে আছে ।

হাওড়া থেকে বাঁকুড়া যাওয়ার বহু ট্রেন আছে।
ধর্মতলা থেকে প্রায়ই বাস ছাড়ছে আছে বাঁকুড়া যাওয়ার জন্য ।

এখানে রিসর্টে থাকার ব্যাবস্থা আছে ।তবে আগে থেকে বুক করে যাওয়াই ভাল।
ঘর ভাড়া-২৫০০;ডিলাক্স দ্বিশয্যা-৩০০০;কটেজ-৪০০০;স্যুইট রুম-৬০০০ মধ্যে



শেয়ার করুন
Brush

আপনার মতামতের জন্য ধন্যবাদ